কণ্ঠশিল্পী তামান্না হক-এর জন্মদিন পলিত:
মঞ্জুরুল হোসেন ঈশা, ঢাকা।
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মডেল তামান্না হক এর জন্মদিন গতকাল জমকালো নানা আয়োজনে পালিত হলো। অনুষ্ঠানে রাজনীতিবিদ, নায়ক, গায়ক, সুরকার, গীতিকার, নৃত্যশিল্পীসহ নানা পেশার গুণী মানুষ উপস্থিত হয়েছিল। সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, মানিকগঞ্জ এর মেয়র রমজান আলী, মানবাধিকার সংগঠক ম নজরুল ইসলাম তামেজী,জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, মানবাধিকার সংগঠক মো.মঞ্জুর হোসেন ঈসা, সর্বোচ্চ রক্তদাতা মো.জাভেদ নাছিম, জনপ্রিয় কণ্ঠশিল্পী আশরাফ উদাস, মনির খান,প্রখ্যাত গীতিকার হাসান মতিউর রহমান, নায়ক ডি এ তায়েব, নায়িকা অনন্যা,লায়ন নাজনীন সুলতানা লুনাসহ বাংলাদেশ -ভারতের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কন্ঠশিল্পী ফকির শাহাবুদ্দিন এর গান আগত অতিথিদের মুগ্ধ করে।এছাড়াও কন্ঠশিল্পী তামান্না হক এর বাবা, মা, স্বামী, ভাই, বোন রা উপস্থিত ছিলেন।
আয়োজনে ছিল ফুলেল শুভেচছা, কেক কাটা, গান, নৃত্য ও অভিনয়। সবার ভালোবাসায় সিক্ত হয়ে তামান্না হক সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে আরো ভালো গান উপহার দিতে পারে সেজন্য সকলের দোয়া চান।