নানান আয়োজনে পালিত হয় সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের ১১তম বর্ষে পদার্পণের শুভদিনটি:
গত ০৬ জুলাই ২০২১ ছিল সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের ১১ বছরে পদার্পণ; ছিল নানান আয়োজন। করোনার কারণে অফিসিয়াল অনুষ্ঠানিকতা না থাকলেও ভার্চুয়াল কেক কাটা, বাসায় গানের আসর ও ফুলেল শুভেচ্ছা বিনিময়েই সীমাবদ্ধ ছিল না। গ্রুপের সকল সদস্য, মডারেটর, অ্যাডমিন ও সম্মানীত উপদেষ্টাগণ সারা দিনব্যাপী ছিলেন গ্রুপে সক্রিয়। গ্রুপের প্রতিষ্ঠাতা আবুল খায়ের (কবি ও কলামিস্ট) সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, সকলের খোঁজ-খবর নেন। এছাড়াও নানান ব্যস্ততার মাঝেও তিনি রাত ১ টার সময় কোনোরূপ পূর্ব ঘোষণা ছাড়াই লাইভ-এ এসে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান, বিগত দিনের মতো আগামীতেও গ্রুপে সবার স্বতঃস্ফুত অংশগ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেন। গ্রুপকে আরো গতিশীল করার জন্যে সকলের সহযোগিতা কামনা করে আবারো সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভ শেষ করেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।
৪ Comments
Happy birthday.Congratulations and best wishes.
প্রতিষ্ঠা বার্ষিকী সকলের মনে আনন্দের বন্যা হয়ে বাঁধ ভাঙ্গুক
জন্মদিনের মতো প্রতিদিন আমাদের আনন্দে কাটুক /লেখালেখি নিয়ে সময় কাটাই/
জ্বী অবশ্যই