কলঙ্কিনি:
পর্ব#০১
নাজনীন সুলতানা
আজ আমার স্বামী প্রমোশন পাওয়ার জন্য আমাকে বিক্রি করে দিলো তার বসের কাছে। আর তার বস হচ্ছে আর কেউ না আমার প্রাক্তন…
আজ দুপুরে কাজ করতে ছিলাম। আমার হাজবেন্ড পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে বললো,
আরিয়ানঃ আজ বাইরে ঘুরতে যাবো সারা বিকেল ঘুরে বাইরে হোটেলে রুম নিয়ে থাকবো, রেডি থেকো পাগলি (এই বলে চলে গেলো)
তার কথায় আমি অবাক হলাম কারণ, তিনি আমাদের বিয়ের পর মেনেই নেয়নি আমাকে।খুব খুশি লাগছে, তাই তারাতারি কাজ গুলো করে ফেললাম।
কাজ শেষ করে আয়নার সামনে গিয়ে নিজের সাথে নিজেই কথা বলতে লাগলাম।হঠাৎ একটা মেসেজ আসলো তিনি দিয়েছেন।মেসেজে,
“একটু সুন্দর করে সাজবে আর বেডের কোনায় একটা ব্যাগ রাখছি তার মধ্যে শাড়ি রেখেছি পরে নিও”
আমি তারাতারি ব্যাগটা নিলাম, ব্যাগ খুলে দেখি নীল শাড়ির উপর গোল্ডেন কালারের কাজ করা… শাড়িটা এতো ভালো লাগলো যা বোঝাতে পারবোনা।তার প্রথম গিফট এটা।
খুব যত্ন করে শাড়ি পরলাম, ম্যাচিং কানের দুল, চুড়ি, নেকলেস আর চোখে কাজল, চুল ফুলিয়ে বাঁধলাম…
আমি রেডি হয়ে আয়নার দিকে তাকিয়ে আছি কোন কিছুর কমতি আছে কিনা দেখছি।তিনি পেছনে এসে দাড়ালেন…
আরিয়ানঃ আয়শা তোমাকে তো অত্যান্ত সুন্দর লাগছে এইবার চলো বেরাতে হবে নয়তো লেট হয়ে যাবে…
আমিও বেরিয়ে পরলাম অনেক জায়গায় ঘুরলাম আজ। বিকেল গড়িয়ে রাত হতে আসলো। একটা হোটেলে নিয়ে গেলো আমাকে,,অনেক সুন্দর পরিবেশ ১০২ নম্বর রুম ছিলো আমাদের দুজনের জন্য। গিয়ে আমিই শকড কারণ বেডে হৃদয় বসে আছে মানে আমার প্রাক্তন..
আরিয়ানঃ স্যার দিয়ে গেলাম আমার দিকটা একটু ভাবেন, প্রোমশন নিয়ে
আয়শাঃ আপনি কোথায় যাচ্ছেন আর একানে উনি কেন?
আরিয়ানঃ স্যারের কাছেই জিজ্ঞেস করে নিও (চলে গেলো গেট আটকিয়ে)
আমিও গেট ধাক্কা দিতে থাকলাম, আমার এক অজানা ভয়ে কেঁপে উঠলো বুকটা।
হৃদয়ঃ দরজা বারিয়ে লাভ নেই ৩ কোটি টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করে গেছে তোমার হাজবেন্ড
কথাটা যেন বুকে এসে লাগলো,
আয়শাঃ কি বলছেন আপনি..
হৃদয়ঃ ঠিকি বলছি, কার সাথে বিয়ে করলে আশু যে তোমাকে শুধু প্রমোশন পাওয়ার জন্য তার বসের কাছে বিক্রি করে দিলো ছিঃ ছিঃ (আমার চারিদিকে ঘুরে ঘুরে বলতে লাগলো)
আমার যেন দম বন্ধ হয়ে আসছে, চোখ দিয়ে টপটপ করে পানি পরছে, নিজেকে আজ বোকা মনে হচ্ছে ছিঃ, কাকে ভালোবাসি আমি, না প্রথম ভালোবাসা ঠিক ছিলো না প্রথম বিয়ে
হৃদয়ঃ সেদিন যদি আমাদের বন্ধুদের খুশি করতে তাহলে কিছুই হতোনা।আর কি জানো আশু আমি তোমাকে টাস করবো না।কারণ, আমি জানি আজকের পর তোমাকে আমার কাছেই আসতে হবে… হা হা হা (নিক্রিষ্ট হাসি দিয়ে) আজকের পর থেকে এই দরজা পেরোলেই তুমি হবে বেশ্যা, শুধু সময়ের অপেক্ষা।
এই বলে হৃদয় চলে গেলো বাট কাল সকালের আগে আর আমাকে ছাড়বেনা।
……….x…………..
আসলে সময়টা ছিলো কলেজ লাইফ এ, তখন সে ভালো মানুষের অভিনয় করে আমার সাথে রিলেশনে জড়ায়। এইভাবে কলেজ থেকে ভার্সিটিতে গিয়ে তার আসল রুপ দেখতে থাকি। একদিন তো মেসেজের মাধ্যমে তার কুরুচির প্রমাণ দেখান। তিনি তার বন্ধুদের সাথে ফুর্তি করতে বলেন আমি রাজি হয়নি সেই জন্য আমাকে যেখানেই পাবে মেরে দিবে। আমি বাঁচার জন্য বাড়ি থেকে বেড়ানো বন্ধ করে দি।তার মধ্যেই আমার বিয়ে ঠিক হয় আরিয়ানের সাথে হৃদয়ের হাত থেকে বাঁচার জন্য আমি রাজি হতে বাধ্য হয় বাট আজ এই পরিস্থিতির শিকার হলাম আমি। বিয়ের পর জানতে পারি আমার হাজবেন্ডের চরিত্র ভালো নয়, বিয়ের পরও বেডরুমে অনেক মেয়ে এসেছে আমার চোখের সামনে।কিন্তু আমি স্পিকলেস, সৎ মা থাকলে তো এরকমই পরিবারে আমাকে বিয়ে দিবেন
আমি আল্লাহ কাছে কান্না করতে থাকি নামাজে। যাতে তিনি ভালো হয়ে যান এবং আমাদের সম্পর্ক যাতে নষ্ট না হয়।কিন্তু আজ তা হিতে বিপরীত হলো। #কলঙ্কিত হয়ে গেলাম, অন্যায় না করেও শাস্তি পাচ্ছি।
সকালে…
হৃদয় আমার শশুড় বাড়ির সামনে নামিয়ে দিলো।।শশুড় বাড়িতে পা দিতেই শাশুড়ি বললেন কলঙ্কিনি অন্য জনের সাথে রাতে মুখপুড়িয়ে এ বাড়িতে পা দিবি না, বুঝলাম আরিয়ান লোকটা নিজের দোষ ঢাকতে আমার উপর দোষ চাপাচ্ছে।
আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলো বাড়ি থেকে, ফোন করে বাপের বাড়ি থেকে বলে দিলো বাপের বাড়ি মুখ হলেই আমাকে জবাই করবে। সবই ছেড়ে দিলাম আল্লাহর উপরে, আমি পুরো নিঃস্ব হঠাৎ ফোনে মেসেজ আসলো হৃদয়ের নাম্বার থেকে,
“তোমাকে আমার কাছেই পরাধীনতা শিকার করতে হবে আশু”
আমি মনে মনে ওয়াদা করলাম, মরে যাবো তারপরও নিজেকে কলঙ্কিত করবো না।
হঠাৎ একটা ছেলে এসে বললো গাড়িতে উঠেন,,আমি বেশ অবাক হয়ে গেলাম, চিনিও না সে কে?
নাহহ,,আর কারোর উপর বিশ্বাস করবো না কিছুতেই না।এই বলে হাটতে লাগলাম। তিনি আবার বললো নাহলে আমার নাকি বিপদ হবে… কিসের আর বিপদের ভয় যা বিপদ তা তো হয়েই গেছে।আর পেছনে তাকালাম না তিনি পেছন থেকে এসে ঘাড়ে কি যেন ফুটিয়ে দিলো আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম তারপর আর আমার কিছুই মনে নেই।
যখন জ্ঞান ফিরলো তখন নুপুর আন্টিকে দেখলাম, এবং তাকে জড়িয়ে কাঁদতে থাকলাম… (চলবে)
#কলঙ্কিনি
#পর্ব_০১
(বিঃদ্রঃ আপনাদের সাড়া পেলে আগামী পর্ব দিবো)::::::::::::::::
ভালো লাগলে কমেন্টস করে জানান। শেয়ার করে উৎসাহিত করুন।
১ Comment
ভালো লেগেছে আপু
চালিয়ে যাও