মুজিব মানে
(১৬/০৮/২১)
মুজিব মানে একটি গণ আন্দোলন
মুজিব মানে একটি গণ অভ্যুত্থান
মুজিব মানে একটি ভাষা আন্দোলন
মুজিব মানে একটি স্বাধীনতা সংগ্রাম।
মুজিব মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ
মুজিব মানে দেশ গঠনের ছয়দফা
মুজিব মানে দেশ প্রেমের প্রেরণা
মুজিব মানে ৭ মার্চের ভাষণ।
মুজিব মানে ৭০’ এর নির্বাচন
মুজিব মানে ৭২’ এর সংবিধান
মুজিব মানে বাঙালির মহাকাশ
মুজিব মানে দেশ প্রেমের দৃষ্টান্ত।
মুজিব মানে বাংলার ধ্রুব তারা
মুজিব মানে অগ্রগতির বাতিঘর
মুজিব মানে প্রতিবাদী বজ্রকন্ঠ
মুজিব মানে কোটি বাঙালির প্রতিচ্ছবি।
মুজিব মানে স্বাধীনতার স্বপ্ন পুরুষ
মুজিব মানে শত্রুর জন্য মহা আতঙ্ক
মুজিব মানে বাঙালির অবিসংবাদিত নেতা
মুজিব মানে মাথা নত না করা।
মুজিব মানে এক মৃত্যুঞ্জয়ী নেতা
মুজিব মানে অত্যাচারী ও শোষণের বিরুদ্ধে হুংকার
মুজিব মানে ন্যায়ের পক্ষে বিমূর্ত প্রতীক
মুজিব মানে গণ মানুষের প্রিয় নেতা।
মুজিব মানে বাঙালির বিজয় গাঁথা
মুজিব মানে বিশ্বের বিস্ময়
মুজিব মানে বাঙালির প্রেরণা
মুজিব মানে বাঙালির স্বপ্ন পুরুষ।
মুজিব মানে বাঙালির অস্তিত্ব
মুজিব মানে বাঙালি জাতির মুক্তি
মুজিব মানে বাঙালি সংস্কৃতি
মুজিব মানে বাঙালির অমর নেতা।
মুজিব মানে সততার প্রতীক
মুজিব মানে আদর্শের প্রতীক
মুজিব মানে কারিশম্যাটিক নেতা
মুজিব মানে জনগণের চাওয়ার বাস্তবায়ন।
মুজিব মানে বিশ্ব নন্দিত নেতা
মুজিব মানে বলিষ্ঠ নেতৃত্ব
মুজিব মানে হার না মানা অদম্য নেতা
মুজিব মানে শোষিত বঞ্চিতের নেতা।
মুজিব মানে বাঙালির স্বপ্ন সারথি
মুজিব মানে বাঙালির ভাগ্যাকাশের শুকতারা
মুজিব মানে বাঙালি বিজয় রথ
মুজিব মানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী।
মুজিব মানে বাঙালি নিকষ বিশ্বাস
মুজিব মানে বাঙালি জাতির অনুভূতি
মুজিব মানে বাঙালি জাতির গর্বের ধন
মুজিব মানে বাঙালি জাতির নয়নের মনি।
মুজিব মানে একটি প্রতিষ্ঠান
মুজিব মানে বাঙালি জাতির অগ্রদূত
মুজিব মানে এক ক্ষণজন্মা মহান সন্তান
মুজিব মানে এক আধ্যাত্মিক পুরুষ।
মুজিব মানে আবদার পূরণের ভাণ্ডার
মুজিব মানে বাঙালির পরম বিশ্বাস
মুজিব মানে বাঙালির আলোকবর্তিকা
মুজিব মানে বাঙালির অকৃত্রিম বন্ধু।
মুজিব মানে একটি স্বাধীন বাংলাদেশ
মুজিব মানে একটি স্বাধীন মানচিত্র
মুজিব মানে একটি স্বাধীন পতাকা
মুজিব মানে একটি স্বাধীন ভূখণ্ড ।