নস্ট
জেবুন্নেছা জেবু
কোথায় আছি ভাবছি আমি
কোন সমাজে করি বাস
জীবনটা ক্ষণে ক্ষণে আপন মনে
করে যায় উপহাস,
নকলের ছড়াছড়ি মেকাপের বাড়াবাড়ি
রঙ্গতামাশায় কাটায় বেশ,
পরকীয়া লিভটুগেদার জারজ সন্তানে
ভরে যাচ্ছে দেশ।
মডেল হতে শুরু করে শিক্ষাবিদ
কাকে করবেন অনুকরণ
সবাই গোপনে কাঁদা জলে ডুবে
হুশজ্ঞান হারিয়ে হয়েছে উদাহরণ,
ভালোদের নেই কোথাও আশ্রয়
ধুঁকে ধুঁকে বরণ করে নিশ্চিত পরাজয়।
বেশ্যাবৃত্তি হয়েছে সম্মানজনক পেশা
নোংরামীতে মিলে উচ্চ আসন
আধুনিকতা মানে প্রেম বিলাস
পরকীয়া এখন ফ্যাশন,
গুণী লোকেরা হলো অচল
মূর্খরা হয়েছে জ্ঞানীজন
হারিয়ে গেছে সততার বাঁচা
ধেয়ে আসছে নীরব মরন।
লুকিয়ে থাকা বেশ মনে হয়
লজ্জায় মরে আমার মন
বিব্রত আমি শংকিত আমি
ঘৃণায় কাঁদে দুই নয়ন,
বিশ্বাস অবিশ্বাসে জীবিত থাকা
ভূলে গেছে আছে র্কমফল
বাহানায় র্ভতি দেখায় যুক্তি
থামুন ভাবুন কতো আর প্রয়োজন।।