১৫২ বার পড়া হয়েছে
“নষ্ট ছেলে”
ইসরাত জাহান
এখন তোমার কি এসে যায়
এই আমি আর কষ্ট পেলে;
তোমার প্রেমে মত্ত থেকে
হই যদি বা নষ্ট ছেলে?
মনে পড়ে তোমার জন্য
দাঁড়িয়ে থাকা ভর দুপুরে;
পায়ে পায়ে যেতে হেঁটে
ছন্দ তুলে সুর নূপুরে।
আমার সকল গল্প বলায়
হাসতে যখন পড়তো যে টোল;
স্মৃতির মাঝে সব যে এখন
কষ্ট ব্যথার কথারই বোল।
জানি সেসব গেছো ভুলে
এখন তুমি অন্য কারো;
ভালোবেসে এই আমাকে
কেমন করে ভুলতে পারো?
২৩ শে সেপ্টেম্বর ২০২২ ইং
২ Comments
অসাধারণ অনুভুতি হচ্ছিল। শুভকামনা
very good job; congratulations