৫৩ বার পড়া হয়েছে
নতুন পৃথিবী গড়বো
মাহাতাব উদ্দিন
সুপ্ত প্রতিভা জাগ্রত করে
বিবেকের দাও সাড়া
নবীনে প্রবীণে এক সাথে আজি
বহিছে একই ধারা।
নবীন এনেছে শক্তি সাহস
প্রবীণে দীপ্ত জ্ঞান
নবীন প্রবীণ মিলেমিশে আজি
করিছে নতুন ধ্যান।
প্রবীণ সূর্য চন্দ্র দেখ
দেয় নিত্য নবীন আলো
তোমরা প্রবীণ ঘুমিয়ে কেন
জড়তার দীপ জ্বালো?
নতুন প্রদীপ মশাল জ্বালো
ছুটে চল এগুয়ান
বৈষম্য ভেঙে নতুন পৃথিবী
আমরা করবো দান।
ওরে নাদান মুর্খ ওরে, ওরে
জাত শেয়ালের দল!
ঘুমের ভানে কাটছে প্রহর
জাতি গিয়েছে অথৈ তল।
আমি নবীনের কবি প্রবীণের ছবি
চিত্তচেতনা হারা
চেতনার দ্বারে হানি কড়াঘাত
জাগাবো ঘুমের পারা।