নতুন পথের সন্ধানে।
ডাঃ গোলাম রহমান ব্রাইট
১০/১২/২০২১ খ্রিঃ
অশ্রু টলটল অলক্ষ্যের অনল অন্তঃপুরেই দিচ্ছে হানা
রক্তরাগে রঞ্জিত মূর্তমান ব্যকুলতায় চিত্ত বদন খানা
নিদারুণ প্রহসনে চরম উন্মাদনা ক্রমাগত করে বাহানা
অভিলাষী মন দেবো বিসর্জন অনুপ্রান্তে এসে দোটানা।
তপোবন জর্জরিত অজস্র করাঘাতে ধূম্রের কুণ্ডলী চোখে
সময়ের সন্ধিক্ষণে উন্মত্ত অভিষেকে ভগ্ন কুঞ্জও শোকে।
দীপ্যমান সুধাকরের অস্পৃশ্য হাসি নির্ঘুম চোখে ভাসে
অবাঞ্ছিত মেঘমালা নৈঃশব্দের তরঙ্গে বিদ্রুপ করে হাসে
প্রলম্বিত ভগ্নাংশের নিঃশর্ত সমর্পণে আদি নৈবেদ্য হয়
অমোঘ সান্নিধ্যে অমৃত রস-আস্বাদন দ্বিধা দুর্লঙ্ঘ্য নয়।
অসাধ্য সাধনে অহেতুক বৈরিতায় বিপ্রতীপ ক্রিয়া নাই
দুর্ভেদ্য প্রাচীরে আবদ্ধ যে অভিযান! ধৃষ্টতা হবেই ছাই।
অর্বাচীনের মতোই নির্ভেজাল চিন্তায় ক্রমশ মগ্ন হই
নতুন পথের রূপরেখা সন্ধানে একবিন্দু বিচলিত নই
আপেক্ষিক আধিপত্যে স্তব্ধ অনুক্ষণ অপার মুগ্ধতা কই
নিমিষেই জর্জরিত জীবন প্রণালী তবু; ভীত সন্ত্রস্ত নই।
স্বপ্নময় সমাহারে পরিপূর্ণ পরিধি অতিশয় ব্যঞ্জনা নয়
শুভ্রতা আনায়ণে নিঃশব্দে বিচরণ কতটা গঞ্জনা সয়?