২৪৫ বার পড়া হয়েছে
নতুন জীবন
আলী আকবর বাবুল
সোনালি সিন্ধ রোদেলা দুপুরে
আসর পেতেছে অনেক অতিথি
আনন্দ আবহ ছড়িয়ে।
পুষ্প কাননের ফুলে হলে তুমি ফুলেশ্বরী
তোমাকে দেখে হাসছে অনেক পাখি
তুমি বধূ, তুমি কোন এক কল্পনার রাজ্যের রানী,
তোমাকে সানাইয়ে সুরে
প্রেমের আকুল আবেদন জানায়!
তুমি তার বাগানের সৌরভের হাসি
দূর নীলাকাশ থেকে পেখম তুলে মন ময়ুরী, শত শত পাখি।
তার ঘরের সমুখে দাড়িয়ে আছে বৃদ্ধ মা-বাবা চারটি আঁখি।
সবার মাঝে বহে উল্লাসের সমীরণ
তুমি কখনো করো না মনের অমিলন।
নব বধূ বলে করে তোমায় বরণ!
সোনালি অতীত ভুলে গিয়ে বরণ কর তোমার নতুন জীবন,
জানাই তোমায় অভিনন্দন।