নজরুল স্মরণে শ্রদ্ধান্জলি
সাঈদা আজিজ চৌধুরী
সুধামন্থিত প্রাণ অমিয় বচন ফিরে এসো সৈনিকবেশে সাম্যের নজরুল।
প্রেম দাও দ্রোহ দাও ভৈরবী চেতনায় তবলার বোল।
রক্ত কণিকায় যৌবনদীপ্ত নৃত্যের ঝংকার তোলো আরকটিবার।
হৃদয়-মন্দিরে শ্যামা সঙ্গীত, অগ্নি ঝরাও বিষের বাঁশীর কলতান।
ফিরে এসো সৈনিকবেশে প্রতিবাদী ভাষায়, কেন হলে রণক্লান্ত !
মানব রচিত বিভেদের লৌহ কপাট লাথি মেরে ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও কারা প্রাচীর।
প্রাণের স্পন্দনে ফিরে এসো রণতূর্য বাজাও অবিরাম।
হৃদয় জংশনে ছন্দে ছন্দে সম্প্রীতির দীক্ষামন্ত্র রচিত হোক আরেকটিবার।
এসো স্বদেশের সৈনিক, এসো চির নবীন, সাম্যের কবিতা করো নির্মাণ।
হৃদয় বন্দরে সন্চিত অমানিশা দাও করে অবসান।
প্রতিবাদ করো অগ্নিকণ্ঠে অগ্নিবীণা বাজাও, বিষের বাঁশী হাতে তুলে নাও।
হংস মিথুন সেজে চিরন্তনী প্রেমের আরতি কে সাজাবে বলো !
ফিরে এসো মানবপ্রেমী নজরুল আরেকটিবার শ্যামা সঙ্গীতে, একটিবার শির উঁচু করে রণতূর্য বাজাও।
তোমার বিরহে কাঁদে বনফুল,দখিণা মলয় ফিরে যায় রুদ্ধ দুয়ার।
অগ্নিকণ্ঠে আরেকটিবার বলো—“মানুষের চেয়ে বড় কিছু নয়,নহে কিছু মহীয়ান।”
২৫/৫/২০২৩