ধ্রুবতারা
শামীমা আহমেদ
ঢেউয়ে ঢেউয়ে নীল তরঙ্গে
ভেসে ভেসে মন বিহঙ্গে
এ আমি কোন কিনারায় এলাম!
ঘন ঘন নিঃশ্বাস পতনে
উষ্ণতার স্পর্শের ছোঁয়াতে
এ আমি কোন সমুদ্রে ডুবে গেলাম!
টুকরো টুকরো কথালাপের বিঁনুনিতে
বিন্দু বিন্দু আবেশের অলংকারে
এ আমি কোন মায়াজালে জড়ালাম?
সুক্ষ্ম সুক্ষ্ম অনুভূতির সম্মোহনীতে
এ কোন মাদকতায় বুঁদ হলাম?
পলে পলে অপেক্ষার অবসানে—
এ কোন বারতা পেলাম?
চৌদিকে বইছে দখিনার সুবাতাস
মৌ মৌ করা সুগন্ধের কারাবাস।
—সূর্য যেমন স্থির ঐ বিস্তীর্ণ গগনে
তুমি থেকো তেমনি আমার এই জীবনের অবশিষ্টাংশে
চন্দ্র যেমন শোভিত ঐ অবারিত আকাশে
আমায় রেখো তেমনি তোমার অনন্ত অবকাশে
ক্ষণে ক্ষণে দিশেহারা দিকভ্রান্ত পথ বেভুলা
নিন্দুক কুলষে লুন্ঠিত এই আমি টার অসমাপ্ত পথটুকু
চিনিয়ে নিও তুমি
হয়ে দিক দিশারি ধ্রুবতারা।
১ Comment
congratulations