ধৈর্য
ড.এস,তালুকদার
গরমে হাঁসফাঁস
দ্রব্য মূল্যে নাভিশ্বাস
মানুষ মানুষকে দিচ্ছে অভিশাপ।
আনন্দ ভালোবাসা মানুষের মাঝে
হিংসা বিদ্বেষও মানুষে মানুষে।
প্রেম পিরিতি ভালোবাসায় মানুষ বাঁধে বাসা
ব্যর্থতা হত্যা খুন মানুষেরই গুণ।
বাবা মা ভাই বোন বন্ধু মানুষ
গড়ে ওঠে বন্ধন ভাঙ্গেও মানুষ।
যুদ্ধ জরা খরায় মরে মানুষ
রাজনীতি অর্থনীতি যুদ্ধনীতিতে মানুষ।
বিদ্যা বুদ্ধিতে সৃষ্টির সেরা মানুষ
পরিবার ব্যবসা বাণিজ্য সংগঠন বানায় মানুষ
হত্যা নিগ্রহ সন্ত্রাস অস্ত্র তৈরিতেও মানুষ।
প্রকৃতি সাজায় দুনিয়া মানুষের তরে
মানুষই নষ্ট করে গাছ বাগান সমুদ্র নদী জল।
প্রতিশোধ প্রতিরোধ ক্রোধ মানুষের স্বভাব
প্রকৃতি দেখে যায় অনন্তকাল প্রতিশোধে নেয় না শোধ।
অন্তিমকালে থাকে না যখন শক্তি
ভক্তি শুশ্রূষায় ছায়ায় মানুষের মেলে মুক্তি
প্রকৃতির চির উন্নত শির মরণেও দেয় নীড়।
মানুষের দুর্দান্ত কারিশমা অসার হয়।
ভালোবাসায় মুক্তি বোধদয় নাহি হয়।
জেদ ক্রোধ রেস আস্ফালন হলে বন্ধ
ধৈর্য বাড়াতো জীবনের সুখ সৌন্দর্য।