ধর্মের নামে রাজনীতি
এস কে বান্টি
ইবলিশের মাথায় রুমাল সাজিয়ে,
আজকে শান্তি পাবে না মুসলমান।
রামের বেসে থাকলেও নেতা,
ধরা পড়বে ঠিকই রাবন।
রাজনীতির ওই পাশা খেলায়,
ইঁদুর বিড়ালের চলছে খেলা।
নেতা মিশে ধর্মান্ধদের সাথে,
সাধারণ মানুষের কাটছে গলা।
কর্ম-সংস্থানের কথা ছেড়ে,
নেতা, ধর্মস্থানে করে মামলা।
দেশে সাম্প্রদায়িকের গোল বাঁধিয়ে,
গদি, মিডিয়াকে বলে, তোরা সামলা।
ভাতা-জীবিদের ভাতার হয়েছে,
আজকে মহান দেশের সরকার।
বেতনভুক্ত গুন্ডা,পুষে দাঙ্গা বাঁধায়,
দেশের জনগণের শান্তির নেই দরকার।
অনেক হয়েছে এবার থামাও,
দেশে রাম রহিমের লড়াইটা।
কবিরা আজকে সজাগ হয়েছে,
কলম নিয়ে, দেশে ফিরাবে ঐক্যটা।
_______________
Sk Banty, Kolkata
25/12/2022