৯২৮ বার পড়া হয়েছে
দ্বিধা
শায়লা মোস্তারী রুমানা
চেনা মানুষের অচেনা রূপ দেখে
আমি বড্ড ক্লান্ত, বড্ড শ্রান্ত।
মুখ ও মুখোশের আড়ালে আবডালে
নিজেকে লুকিয়ে রাখি মুক্তো যেমন
শুক্তির বুকে লুকিয়ে থাকে ঠিক তেমন।
ধীরে -ধীরে হচ্ছি আমি খোলাসবন্দি শামুকের মতো।
তলিয়ে যাচ্ছি চোরাবালির অতল গহব্বরে।
ঢাকা পড়ছি নীল আবরণের চৈতি চাদরে।
চারিদিকে বিষাক্ত অসুখের ছড়াছড়ি।
এটা নিয়ে ওটা নিয়ে চলে তুমুল কাড়াকাড়ি!
মানুষের আদলে তৈরি মানুষগুলো আসলে মানুষ নয়।
পেরোচ্ছে দিন এমনি করেই…
এক একটা দিন বড় বিভীষিকাময়।