১২৬ বার পড়া হয়েছে
দোআ কামনা:
বেগম শামসুযজাহান নূর আপা অসুস্থ:
দেশের প্রাচীন সাংস্কৃতিক বিদ্যাপীঠ বুলবুল একাডেমি অব ফাইন আর্টস বাফা’র সাবেক সভাপতি, সাবেক সচিব, বিশিষ্ট লেখক, বেগম শামসুযজাহান নূর আপা (কানা বগির ছা, ছড়া রচয়িতা খান মোহাম্মদ মাইনুদ্দিনের মেয়ে) বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য লাভের তৌফিক দান করেন, আমিন, ছুম্মা আমিন।
ছবিতে বেগম শামসুযজাহান নূর আপার সাথে কবি ও কলামিস্ট আবুল খায়ের, বিউটি বোডিং, পুরান ঢাকা।