দৈব ইশারা
সাজ্জাদ ইসলাম
দিকচক্র ভেসে আসে মর্মের ভেতরে
তবু আমাদের অসভ্য দেশে এক একটি লহমা বাঁধা কব্জিতে,
শ্বাস ওঠে স্বভাবের দোষে কবন্ধ দেহের
আকারের অনুপাতে—
তার শব্দ নিয়ে কথা বলা— এক দৈব ইশারা…
সজল কফির পেয়ালায় তুফান তুলতো যেসব যৌক্তিক
তাদের জন্য ধর্ম সম্পর্কে কিছু জল
এবং আহ্লাদ,
উদ্বিগ্ন বরফ সজ্জিত ভয়,
সহজ কদর রজনী…
ফটক দিয়ে বন্ধ কতক দৈব চর্চা…
কঞ্জল নন্দন পথ—মোম যেভাবে জ্বলে হয় লীন
অতিত স্মরণ করা যাক—
সেখানে পড়ে আছে
বীজ উৎপাদনের লৌকিক ছায়া
ছদ্ম কাক কখনো কখনো ডাকে একা
সব কিছু দাজ্জাল জল এসে নিয়ে যায়
এই যে, কেউ জলে এসে—ভেদ নদীতে ঝাঁপ দিল
সেটি এক দৈব ইশারা!
পতন বাস্তুজগতের সবকিছুর সাথেই —
সেই একই জেদ উঠে আসে হৃদয় থেকে
সকল তথ্য থেকে বের হতে থাকে
এই অসভ্য দেশে
গল্প আর ব্যভিচার তপ্ত বালিতে নিয়েছে আশ্রয়
উদ্ভট মৃত্যু নিয়ে কথা বললে ইদানীং আসেনা ঘুম
ধ্বংস হতে থাকে কাঠের নিরবতা…
ভাঙে, কতক হারায়—
দাহ–বীজ উৎপাদনের জন্য
দৈব সহযোগিতার অনেক নকশা আসে
বীজ উৎপাদনের নুনের জাহাজ আটকে আছে ঘামে…