১৬১ বার পড়া হয়েছে
দুরত্বরেখা
কাকলী কর ঝুমা
দুরত্ব বাড়ছে ঊর্ধ্বশ্বাসে…
ধ্বস নেমেছে অন্তরের অন্তঃপুরে
সংবেদনশীল অন্তর, বুদ্ধের মূর্তির মতোন শান্ত চোখ
তবুও, এঁকে যায় দিগন্তের বোবাকান্না ধূসর রেখা।
দ্বৈরথের দাবানলে অন্ধকার আকাশ
নিস্পৃহতায় আঁকে নীরব কান্নার ছবি
থেমে গেছে পাহাড়ি নদীর সঙ্গমের ঢেউ
কেঁপে ওঠে নোনা অতলান্তিক কষ্টের বুক
ভালোবাসা ফিকে হয়ে গেছে নিয়তির মানচিত্রে
বেহালার করুণ সুর বাজে অনিশ্চিত জীবনের
ক্ষত- বিক্ষত, অব্যক্ত গল্পের লোবান উদ্ধত
নিয়তির নিষ্ঠুর দর্পনে।
_________________
কাকলী কর ঝুমা
টেক্সাস, আমেরিকা
এপ্রিল ১০, ২০২৩
১ Comment
সুন্দর লেখা।। ‘দূরত্ব, দর্পণে’ হবে।