দুঃখ, তোমাকে সাদর সম্ভাষণ
তনিমা জাহান
দুঃখ, এসেছো তুমি?
এসো,
তোমাকে জানাই সাদর সম্ভাষণ!
এইখানটায় এসো,
আরাম কেদারার গদিটা নতুন করে
বাঁধিয়ে এনেছি নরম ফোমে,
পা ঝুলিয়ে আয়েস করে এইখানটায় বসো।
পাশেই রেখেছি লেবু-জল ঢেকে
হাত বাড়িয়ে একটু পান করো,
ক্লান্তি টুকু ঝেড়ে নিয়ে কাজটা তুমি ধরো।
এই যে,
বুকের ঠিক মধ্যেখানে আলপিনটা আছি ধরে।
হাতুড়িটা হাতে নিয়ে আরাম করে ঠুকো!
কি বললে?
ক্ষত হয়েছে বেহিসেবী!
ও কিচ্ছু না, ভয় পেও না!
আমি ওসব নিয়েই দিব্যি বাঁচি,
তোমার কাজটা করে ফেলো চটজলদি।
আবার কি?
হৃদপিন্ড পঁচা গন্ধ বেরুচ্ছে বুঝি?
এই নাও সুগন্ধি আতরের শিশি,
খানিক ছিটিয়ে কাজে লেগে যাও দেখি।
কয়েকটা জায়গায় ঘা অনেক বেশী?
ঐ দেখো, পাশেই পড়ে আছে
এবড়ো থেবড়ো আর মরিচাধরা আলপিনগুলি,
এন্টিসেপ্টিক হিসেবে ঘা বরাবর ঠুকে দাও ঐগুলি!
তোমার জন্যে পঞ্চব্যঞ্জন রেঁধে এনেছি আমি,
দিও না তবুও কাজে ফাঁকি একদমই!
দেখো,কি পরিপাটি বিছানা খানি!
নকশিকাঁথাটা গাঁয়ে জড়িয়ে
নিদ্রা যেও এইখানে তুমি।
খুব যত্নে তোমায় রাখবো আমি!
কেউ থাকে না আমার কাছে,
দেখো না কি নিরবতা চারিপাশে।
তুমিই আমার আত্মার আত্মীয়,
আমরণ আমার কাছেই থেকে যেও…
লেখক পরিচিতি:
কবি বেগম তনিমা জাহান লাকী ঢাকার গেন্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। মাত্র ৬ (ছয়) বছর বয়সে কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত হওয়া। কবিতা আবৃত্তির পাশাপাশি হামদ-নাথ, উপস্থিত অভিনয়, একক অভিনয়, উপস্থিত বক্তৃতায় তার স্ব-প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাছাড়া বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে সঞ্চালিকা হিসেবে দ্বায়িত্ব পালন করছেন বহু বছর। খুব ছোটবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি। বিভিন্ন অনলাইন পত্রিকায় নিয়মিত লিখে থাকেন। “মনের গহীনে প্রেম” সাগরিকা প্রকাশনী থেকে তার প্রথম প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ, যা থেকে তিনি ‘কাব্য প্রেমি-২০২০’ সম্মাননা পান। ডাকবাংলো সাহিত্য একাডেমির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০২২ এ অংশ নিয়ে পান “কাব্যরত্ন” পুরষ্কার। প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ “নীলাদ্রি কাব্য সম্ভার”, “হৃদয়ের কলতান”, “স্মৃতির ক্যানভাস” -সময়ের সুর প্রকাশনী থেকে এবং “কাব্য বিলাপ”- সপ্তক প্রকাশনী থেকে এবং ” আমার ধূসর স্মৃতিপটে তুমি’ই কবিতা”- দ্বিপ্রান্তিক প্রকাশনী থেকে। বর্তমানে তিনি সমাজসেবা অধিদপ্তরে কর্মরত আছেন এবং পাশাপাশি ইংরেজি সাহিত্যে অনার্স করছেন।
২ Comments
অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ ?!
দোয়ায় রাখবেন সবসময়…