দিশেহারা
জেবুন্নেছা জেবু
তোমরা একে অপরের নিদ্রা নিচ্ছো কেড়ে
ছল চাতুরী আর প্রেম ভালোবাসার নামে,
আধুনিক সভ্যতা ছিনিয়ে নিচ্ছে নব্যতা
আশার নামে বাড়াছে হতাশা তিক্ততা,
তবুও বুঝতে পারছো না!
ধামির্কতাহীন জীবন দেয় কেবল যন্ত্রণা।
অন্ধকারে সবই আঁধার পথ সেখানে অজানা
হারামে মিলে না শান্তি পাবে স্রেফ লাঞ্চনা,
মিথ্যা ভিত্তির উপরে দাঁড়িয়ে বালুচরের ঘর
অতপরঃ একে অপরের হয়ে যাও পর।
নায়ক নায়িকা হও নিজ জীবনের জন্যে
অনন্য সব কাজ করে হতে পারতে ধন্য,
শরীর সর্বস্ব প্রেমে বিভোর হয়েছো কেবল
পেয়েছো কষ্ট নয়ন জলে ছল চাতুরীর ফল,
শুনি তোমাদের হাস্যকর ডায়লগ বাহানা
ভাবছো অর্থই মুক্তি তোমাদের শাস্তি হবে না।
আধুনিকতা মানে নয় কোনো অসভ্যতা
শেষ করো তোমাদের এসব ঘৃন্য নগ্নতা,
কেউ মহান নয় মাটিতে ফিরে আসো
সাধারণ মানুষের জন্যে উদাহরণ হয়ে বাচোঁ,
অসভ্যতা ছাড়া কিছু দাওনি সমাজকে তোমরা
তোমাদের মডেল মানে এখনো বোকা মানুষেরা।
চাই সমাজে জ্ঞানী গুনী সুস্থ মানুষের বিবেক
অসভ্য দানবদের তিরস্কার করা হোক,
অনেক সময় বলাবলী করে ছেলে মেয়েরা
ওরা পারলে পারবো না কেনো আমরা,
কিছু পাচ্ছে না সমাজ ওদের নোংরা নষ্টামী ছাড়া
ভবিষ্যৎ প্রজম্ম এদের দেখে হচ্ছে দিশেহারা।।