|| দার্জিলিং থেকে খান আখতার হোসেন ||
আজ ২৪/৯/২৩ রাতে দার্জিলিং মল রোডে কালিকা হোটেল অডিটোরিয়ামে বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্র ঢাকা ও জাতীয় কবিতা পরিষদ কলকাতা আয়োজিত দার্জিলিং কবিতা উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় কবি অরুণ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারত থেকে শাকিল আহমেদ ও বাংলাদেশ থেকে লুৎফর চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে
বাংলাদেশের ঔপন্যাসিক অধ্যক্ষ খান আখতার হোসেন, নাফে নজরুল,
ড. শামীম আরা, ড. শাহনাজ পারভীন, কবি আনোয়ার কামাল, ছড়াকার মঈন মুরসালিন, কবি আতিকুল ইসলাম জাকারিয়া, কবি জাহাঙ্গীর আলম ফকির,
নৃত্যশিল্পী সুলতানা রাজিয়া, উপস্থাপিকা দিলরুবা খানম ছুটি, কবি লুৎফর চৌধুরী, ভারতীয় কোয়েলী বসু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিকুল কবির, কবি মধুসূদন মিহির চক্রবর্তী, নৃত্যশিল্পী ইদ্রানী রায়, অন্বেষা ভক্ত, কবি নাজমা সুলতানা, কবি অঙ্কনা মজুমদার, মিতা ঘোষ, কবি ফারুক প্রধানকে টি ও পিও উৎসব ছায়ানট সম্মাননা প্রদান করা হয় ।
সমাপনী অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত কবি দীপ মুখোপাধ্যায় স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
প্রথম দিন চারদেশীয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় দার্জিলিং কবিতা উৎসব। অনুষ্ঠানে ভুটান থেকে অতিথি ছিলেন ড. ভগত ভাণ্ডারী, নেপাল থেকে বিশ্ব উৎপ্রিতি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো কাঞ্চন টি গার্ডেনে কবিতা পাঠ ও সম্মাননা প্রদান।
কাঞ্চন টি গার্ডেনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভারতীয় কবি অরুণ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মধুসূদন মিহির।
অনুষ্ঠানের আয়োজক ছিলো বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্র ঢাকা ও জাতীয় কবিতা পরিষদ কলকাতা। সম্প্রীতি ও সম্পর্ক উন্নয়নে এ সম্মেলন ভূমিকা রাখবেন বলে উদ্যোক্তারা বিশ্বাস করেন।