দাওনি সুখের জল
মো. নূরুল হক
কণ্ঠে তোমার মোহনসুরের-রোমাঞ্চ-ঝংকার,
কল্পনাতে পরতে গলায় প্রেমের-অলংকার।
আমার আবেগ, ভালোবাসার কম ছিল কি দ্রুতি?
ভাঙলে কেন তোমার দেওয়া সকল প্রতিশ্রুতি?
তোমার মনে বসত গড়ে হাজার অভিমান,
বেদনার রঙ নীল করে কী বিষ করালে পান!
একতরফা ভালোবাসা সব কি আমার পাপ?
কোন্ কারণে পেলাম এত চরম অভিশাপ?
ভালোবাসার-বৃন্তটা কি নরম ছিল এত?
ঝরে যাওয়ার মানস ছিল তোমার অভিপ্রেত
ভেবেছিলাম তোমার সকল ভুলগুলোকে ‘ফুল’,
তবু্ও কেন হলাম তোমার এমন চোখেরশূল?
কালোমেঘে ঢাকা তোমার কুণ্ঠাভরা মন,
হচ্ছে শুধু আশাহত-দুখের বিপণন।
কষ্টেভরা-চোখেরজলে বুক ভেসে থইথই,
এত আশার, ভালোবাসার মূল্য পেলাম কই?
ব্যর্থ হল আমার দেওয়া নিখাদ ভালোবাসা,
আমার এই মন ঠেকছে কেমন বিষাদ-বিভায় ঠাসা!
স্বর্ণালি দিন, বর্ণালী ক্ষণ, স্বপ্নবিভোর রাত
লক্ষ্যপথে ছিটকে হল একপাশে সব কাত।
তোমার সবি ছিল নেহাত ভণিতা আর ছল,
উষ্ণমনের শুষ্কভূমে দাওনি সুখের-জল।