থামাটাও একটা আর্ট
লাবণ্য সীমা
আমার প্রয়োজন ফুরিয়েছে
বাধ্যক্য শব্দ টির মধ্যে কেমন যেনো
একটা মায়া লেগে থাকে।
বাধ্যক্য মানেই হাতে গোনা কিছু প্রহর,
হঠাৎ থেমে যাওয়া জমানো কিছু নিঃশ্বাস ।
মৃত্যু সত্য তবে এই শব্দের সাথে আমরা একটা অজানা দূরত্ব
তৈরি করে রাখি।
জীবনে পথ চলতে চলতে কখন যে সবার কাছে অপ্রয়োজনীয়,
হয়ে গেলাম বুঝতেই পারলাম না।
ক্লান্তিহীন শরীরের চলা দেখে, সবাই একসময় বলতো,
এই মেয়ে তুমি যন্ত্রমানব নাকি?
কেমনে পারো এই ভাবে প্রতিনিয়ত চলতে!
সেই আমাকে, আজ আমারই ভেতর থেকে কেউ একজন বলছে,
এবার তোমাকে থামতে হবে আমরা আর তোমার সাথে চলতে পারছি না।
আমার শরীরও আমাকে জানিয়ে দিচ্ছে এই মেয়ে এবার তোমাকে থামতে হবে।
জীর্ণ শীর্ণ দেহ আমার কখনোই পছন্দ নয়
নিয়তির নির্মম পরিহাস সবাইকেই একদিন থামতে হবে।
কারণ থামাটাও একটা আর্ট।