১২১ বার পড়া হয়েছে
বাতাসের হাতে
তৌফিকা আজাদ
বাতাসের হাতে লিখে দিলাম প্রেমের চিরকুট,
নন্দিত বেসাত নিয়নে,তুমি বুঝে নিও মননে!
অমরাবতীর যা ছিল সুখ পথের হলুদ শিমুল
দীর্ঘ শ্বাসের ধুম্র মায়াজালে আটেকে পরা মন
আজও খুঁজে স্খলিত মেঘের পালক ছুঁয়ে
তোমাকেই প্রতিদিন; ক্রমাগত দখিনের বাতায়নে !
শিমুল গাছের নিচে জমে থাকা জল,
সাজায় সয়ম্বরা, নিয়ত কুহুকের ডাক
অভিমানের আরশি খুলে দেখোনি স্বচ্ছতার মুখ
দেখোনি প্রেমিকার মুঠোয় বন্দী কতজনমের শ্লোক!
বাতসের হাতে লিখে দিলাম তাই
আমার অষ্ট পহরের রোজনামা
দেখে নিও নিষিদ্ধ পাড়ের গঙ্গা জল অতল সীমান্ত,
কার দেবমন্র পাঠ করে আজও হয় সুশীতল !