১৩৬ বার পড়া হয়েছে
তোমায় ভেবে সময় কাটে।
আব্দুল অদুদ চৌধুরী (সৌদি আরব, মক্কাহ) ২৫/১২/২০২১
তুমি ছাড়া এই জীবনে বন্ধু
নাইরে কেহ আপন;
তোমায় নিয়ে দেখে ছিলাম
আমার যতো স্বপন।
বন্ধু তুমি আমার আপন
হবে এই মোর স্বপ্ন;
আমার জন্য তোমার হৃদয়
তোমার করিও যে আপন।
তোমায় ভেবে সময় কাটে
রাত্রি শেষে হয় যে ভোর ;
তোমার মনে রাখিও মায়া
না রাখিও আমায় দূর।
পাপের বোঝা আমার কাঁদে
আমি কি করি উপায়,
কোথায় যাওয়ার জায়গা
আমারতো যাওয়ার নাই।
তোমায় যতোই আপন ভাবি
আমায় না করিও পর।
তোমায় বন্ধু ভালোবাসি
আমি অদুদ জনম ভর।
১ Comment
Excellent