২৭২ বার পড়া হয়েছে
তোমার স্পর্শ আমার অনুভূতি
নেক পারভীন লায়লা চিত্রা
তুমি রাগ করেছো বলে আকাশ টা গুমরে আছে
তুমি কথা বলো না বলে মেঘের পরে মেঘ জমেছে।
তোমার রাগ দেখে মেঘ আকাশে ছোটাছুটি করছে।
আমি কষ্ট পাই বলে মাঝে মাঝে দমকা হাওয়া বইছে,
আমি তোমার জন্য কাঁদি বলে মাঝে মাঝে আকাশ থেকে বৃষ্টি ঝরছে
তুমি চলে গেছো বলে সমস্ত আকাশটা মেঘাচ্ছন্ন
মেঘ জেনে গেছে তুমি একা থাকতে পছন্দ কর।
তাই তো আমার মনটা ভালো করতে অঝোরে বৃষ্টি ঝরছে।
আজ ফুল বাগানের ফোঁটা ফুলগুলো প্রাণ পাবে
যখন তোমার স্পর্শ পাবে,
তুমি প্রতিদিন ছুঁয়ে দিও
তাহলে ভাববো আজও তুমি আমাকে ভালোবাসো।