২১২ বার পড়া হয়েছে
“তোমার সাথে”
(ফারজানা আহমেদ)
(১)
এক বিকেলে তোমার কাছে,মাটির ভাড়ের চায়ের সাথে
নিবিড় চোখে হেসে গেয়ে ভালোবেসে মাটির পথে
ছায়া ঘেরা সবুজ গাঁয়ের, ছোট্ট নদীর পাড়টি ধরে
রঙ বেরঙের ফুলের সাথে, ফাল্গুনের হাওয়া দোলে।
(২)
আমি তোমার বন্ধু হবো
এক বিকেলে চা খাওয়াবো
নিঝুম রাতে গল্প বলে
তোমার সাথে চাঁদের আলোয়
স্বপ্ন বুনে,তাঁরা গুণে কাঠিয়ে দেবো।
(৩)
তোমার সাথে হেসে খেলে
তোমার সাথে দুঃখ কষ্টে
জীবন যদি তোমার সাথেই
কাটিয়ে দিতে ইচ্ছে জাগে।
(৪)
নিবিড় চোখে স্বপ্ন দেখে
তোমার গালের টোলের সাথে
মিশে আছি উর্বর ভূমির কাছে
স্বপ্ন দেখি তোমার সাথে।
______________
“তোমার সাথে ”
ফারজানা আহমেদ
৩০/০৩/২৩