কবি তসলিমা হাসান’র কাব্যগ্রন্থ ‘তোমার বসন্তের মায়াজালে’পাওয়া যাচ্ছে একুশে বইমেলা ২০২৪ সহ সারা দেশে।
নিজস্ব প্রতিবেদক:
বাংলা একাডেমি কর্তৃক পরিচালিত অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে কানাডা প্রবাসী কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসান’র একক কাব্যগ্রন্থ: তোমার বসন্তের মায়াজালে। ধ্রুব এষ-এর প্রচ্ছদে বইটির প্রথম ফ্ল্যাপ্সে মুখবন্ধ লিখেছেন বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন। তিনি লিখেন-
আমার একটি ব্যক্তিগত পৃথিবী চাই
চাই একটা তুমি- তুলির নিখুঁত আবেশে অঙ্কিত
ব্যক্তিগত আকাশ এভাবেই তসলিমা হাসান তার কাব্যানুভব ব্যক্ত করেন পাঠকের প্রাণে। প্রত্যেক কবির আকাঙ্খা একটা নতুন পৃথিবীর যা তার নিজস্ব নিয়মে স্বকীয়। তসলিমা হাসানের কবিতার বইয়ের নাম-
‘তোমার বসন্তের মায়াজালে’ নাম করণের মধ্যে প্রচ্ছন্ন প্রেমকল্প লুকিয় আছে। তসলিমার কবিতায়
প্রেমের ফল্গুধারা যেমন আছে তেমন বিরহের বন্যা। জয়ের আনন্দের পাশে সহাবস্থান করছে
পরাজয়ের কান্নাধ্বনি। তসলিমা দেখেছেন গাঁ, গঞ্জ, নগর বন্দর, রাজধানী মফস্বল, স্বদেশ বিদেশ, মানুষও বিমানুষ। তার বিক্ষণ, তার অভিজ্ঞতা কবিতাকে দিয়েছে স্বাতন্ত্র্য স্বর- যা তার যাচিত পৃথিবী।
তিনি বর্তমান বিশ্ব পরিস্হিতি আর যুদ্ধের দামমায় বিচলিত; যুদ্ধ শীর্ষক কবিতায় শুনি তার অভিধ্বনি:
অস্ত্র দিয়ে নয়
নয় এটম বোমা, হাইড্রোজেন বোম, চাপাতি, চাকু, বল্লম
আমি যুদ্ধ করবো কবিতা কলম কাব্য দিয়ে।
কবি বিশ্বাস করেন কাব্যশক্তি অনন্তর জগৎ ও জীবকে অগ্নির অযাচিত দহন থেকে বাঁচাবে।
সহজ ও প্রাঞ্জলভাবে তসলিমা হাসান তার কাব্যাঞ্জলি পাঠককে নিবেদন করেছেন।
তোমার বসন্তের মায়াজালে- গ্রন্থটি লোকপ্রিয় হোক প্রত্যাশা করি।
রেজাউদ্দিন স্টালিন
কবি ও মিডিয়া ব্যক্তিত্ব
__________________
প্রচ্ছদ: সৈয়দ ইকবাল (কানাডা প্রবাসী লেখক ও চিত্রশিল্পী)
বইমেলা স্টল # ২৬৬, সোহরাওয়ার্দী উদ্যান।
বইটি সংগ্রহ করতে: ০১৭১৫৩৬৩০৭৯
বইটি প্রকাশ করেছে: প্রতিবিম্ব প্রকাশ
যোগাযোগ- বাড়ি: ১১, সড়ক: ০৩, সেক্টর ০৬, উত্তরা, ঢাকা-১২৩০।