কানাডা প্রবাসী গীতিকার, কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসান’র
“তোমার বসন্তের মায়াজালে” কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে গত ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর কবিতা ক্যাফে-তে।
অনুষ্ঠানের শুরুতে কবি তসলিমা হাসান-এর বনাঢ্য জীবনের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন: বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত)
প্রধান আলোচক ছিলেন: শিশুসাহিত্যিক আসলাম সানি (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত)
সভাপতিত্বে: সৈয়দ ইকবাল (কানাডা প্রবাসী, লেখক ও চিত্রশিল্পী)
বিশেষ অতিথি ছিলেন:
ড. শাহাদাৎ হোসেন নিপু (পরিচালক, বাংলা একাডেমি)
কবি সালমা বাণী (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত)
শিশুসাহিত্যিক তপংকর চক্রবর্তী (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত)
কবি ও সাবেক সচিব এম এ মান্নান হাওলাদার
কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ
কবি ও বীর মুক্তিযোদ্ধা এটিএম ফারুক আহমেদ
কবি পলক রহমান (অবঃ মেজর)
কবি আব্দুল কাইয়ুম (ভারত)
সূচনা বক্তব্য রাখেন : কবি, কলামিস্ট ও প্রকাশক আবুল খায়ের।
কবিতা আবৃত্তি করেন:
কবি কবির হোসেন তাপস, কবি ফরিদা বেগম, কবি সাঈদা আজিজ চৌধুরী, কবি শাহানারা (ভারত), কবি মধুবন চক্রবর্তী (ভারত), কবি অনিতা দাস, কবি মাসুদ আহমদ সন্জু, কবি নূরুল হক, কবি সানা উল্লাহ সাগর, কবি সোহেল আকন নবাব, ইঞ্জিনিয়ার আহমেদ অনন্য মাসুদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক কবি, লেখক, সাংবাদিক ও সাহিত্য অনুরাগীগণ।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে শুরু হয় সংগীতানুষ্ঠান: এতে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী নাহিদ সুলতানা (হৃদয়), পলক রহমান (অবঃ মেজর), ফরিদা বেগম, নূরুল হক প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন: অ্যাডভোকেট, কবি ও বাচিকশিল্পী শিমুল পারভীন।