তোমার জন্য
শারমিনা ইয়াছমিন
তোমার জন্য হঠাৎ হৃদয় কেঁপে কেঁপে ওঠে,
অসীম শূন্যতা বিরাজমান স্নিগ্ধ মানসপটে।
বুক ধুকপুক, হারিয়ে ফেলেছি সুখ ,কষ্ট হৃদয়লোকে,
তিমির রাত জেগে দেখেছি ভোর নিষ্পলক দু’চোখে।
বেদনা ফাঁকি দিয়ে কাটায় সময় ব্যস্ততায় বটে,
অপ্রাপ্তির বেদনার জল উপচে পড়ে নয়নতারার তটে।
তোমার অনুপস্থিতি আজ মনের স্বপ্নীল ছোট্ট ঘরে,
অসহ্য ব্যথার যন্ত্রনায় শান্ত হৃদয় শুধু ছটফট করে।
হৃদয় মাঝে জমা কথাগুচ্ছ হয়নি তো আজও বলা,
আবেগীয় অনুভবে হাতে হাত রেখে হয়নি সমুদ্র পাড়ে চলা।
অনেক স্বপ্ন ছিল কাটাবো সময় মধুময় জোছনায়,
আচমকা দমকা হাওয়া ইতি টানে সুখ সীমানায়।
ভাবনার আকাশে লাল নীল কষ্টগুলো লুটোপুটি খেলে,
অতৃপ্তি হাহাকারে গুমরে কাঁদে ধুলো জমা অন্তর কোলে।