তোমার আধো কথায় থাকতে দাও
হাসনাইন রাব্বী
তোমার আধো আধো চরিত
আমাকে আহত করে
এমন চির সবুজের চাষ
শরীল ময় তার কাদাজল
বুনে চলে ফুলসেরাত
এখানে পাখিগুলো বাসা বাঁধে
ডানায় বিচ্ছ্বরিত কিরণে ভোর নামে
তুমি নবমি হতে তুলে দাও আল্হাদ
আমার পাজরে খেলা করে
জোসনা প্লাবিত রাত
তোমার কণ্ঠনালীর নরম আলোয়
আমি অবজ্ঞা করিপরপারের হুর
তোমার চলকি ঝলকি বিলায় নিত্য নুর
তুমি আকাশ চারি নও
ধরার শোভা বিলকুল
তুমি আমার ধ্যান ভাঙা সারথি
কীটের পায়ের পরাগরেনু
তুমি আমায় জন্মদাও বারবার
নসিহতে নয় আলোকের কারবারে
তোমর জন্য এখনও খুঁজি শেফালি সময়
বকুলের সর্বময়-
কোনো কীর্তি নয়
তুমি থাকলেই হয়ে যায়
সব বাগানময়
তোমার আধো কথার গভীর
প্রনয়ে আমাকে ভাসতে দাও
চির হরিৎ হতে দাও
হে
চির বিরঙ্গনা।