তোমাকে ভালোবাসি
রুবী শামসুন নাহার
আমার সারাটা সকাল আর বিকেলের প্রতীক্ষা তোমাকে ঘিরে,
ব্যস্ততা নেই আগের মতো,কাজের চাপও কমে গেছে, তাই হয়তো তোমাকেই ভাবি,এরকমটা নয়,
তোমাকে চাই বলেই ভালোবাসার ইষ্টনাম জপা-
তোমার পথ চাইতে চাইতে নেমে আসছে
দু’চোখে অজানা অমাবস্যা।
তোমাকে ছুঁয়ে দেখার ইচ্ছে মাঝে মাঝেই জাগে,
ইচ্ছেগুলো কঠিন বরফের তলে জমিয়ে রাখি।
প্রতিদিন ফোন আর
ভালোবাসায় ভরে থাকে মেসেনজার,
বুক পকেটে একজনকে রেখে আর একজনকে খোঁজা ওদের।
বুঝিনা সমাজ, সংষ্কার কি করে বদলে গেলো?
কোথায় চলে গেলো নৈতিকতা? আর ভালোবাসার সংজ্ঞা বদলে গেলো কিভাবে কখন?
আমি আমার পুরনো পথেই
হাটঁতে চাই, পুরনো নিয়মেই থাকতে চাই,
ভালোবাসার যে গান হৃদয় জুড়ে, তাতেই মগ্ন থাকতে চাই।
আমার ভালোবাসার সাথে বহু পথ হাটতে চাই,
তার সহজ-কঠিন অন্তরের পাশে একটু জুড়ে থাকতে চাই।
যদিও আমাদের মধ্যে এক আকাশ ব্যবধান,
যদি সে জেনে যায় তাকে ঘিরে আমার রঙধনু আশা, যেন সে
ভালোবাসার হাতটা ছুঁয়ে দেয়।
রইলাম তার অপেক্ষায়।
ক্যান্টনমেন্ট
১৮-৮-২২
১ Comment
সুন্দর কবিতা।
ভালোবাসার কবিতা।
চলুক।