২৩৯ বার পড়া হয়েছে
তোমাকে চাই
শহিদুল ইসলাম দিলু
আমি যে কেমন হয়ে গেছি
আমি যে আর
আমার মাঝে নাই,
আমি আমার মাঝে ফিরে আসতে
এখন শুধু তোমাকে চাই।
তুমি কোথায় আছ
সে ঠিকানা আমার জানা নাই,
তোমাকে না পেলে
আমার যে আর বাচার আশা নাই,
এখন বলো
কোথা গেলে আমি তোমাকে পাই,
আমি শুধু তোমাকে চাই।
তোমায় না দেখে বেসেছি ভালো
তোমাকে প্রয়োজন আছে তাই,
তুমি হিনা শূন্য জীবন
কাটাতে নাহি চাই
আমি শুধু তোমাকে চাই।
জেতায় থাকো ভালো থাকো
এইটুকু এখন চাই,
জানি একদিন তুমি ফিরে আসবে
এখন আমি আছি সেই আশায়
আমি শুধু তোমাকে চাই।