তোমাকে খুঁজে ফিরি
শেখ মনিরুজ্জামান শাওন
বহু দিন ভালোবাসা পাই না তোমার।
শহরের কোলাহলে হাজার বিলাসিতায় হারিয়ে গেছে সব ।
কবে কোন ক্ষণে চোখ বুজে তোমারে দেখেছি জ্যোৎস্না স্নানে,
লক্ষী রূপে, ভুলে গেছি সেই সব।
তোমাকে ছাড়া জীবন যেন পুতুল নাচের ইতিকথা,
শূন্য জীবনে, একাকিত্বের হাসি ঘুচায় না মনের,
অপূর্ণ গোধূলিবেলা।
গায়ের মেঠো পথ ধরে সোনার ধুলো উড়িয়ে,
তোমাকে খুঁজে ফিরি আমি।
এখানে তোমার মতো ঘুঘুরা ডাকে
সাদা বক উড়ে উড়ে চোখে চোখে রাখে
লাল নীল প্রজাপতি ছুঁয়ে যায় উদাসী মন।
দূর থেকে দেবদারু ইশারায় ডাকে,
আয় কাছে আয় একটু জিরিয়ে নে ওরে বাছাধন।
অবারিত সবুজ ধানক্ষেতে চেয়ে দেখি,
তোমার অমলিন হাসির ফোয়ারা বইছে দক্ষিণা হাওয়ায়।
অশরীরী ঘ্রাণ বান ভাঙা উল্লাসে টানছে,
বৃত্তের মাঝে ভীষণ মায়ায়।
হৃদয় উড়ে যায় পেঁজা তুলোর মতো খোলস ছেড়ে,
আজ বুঝি পূর্ন হবে জীবন অন্তিম চাওয়ায়।
কৃষানি অর্ধ উন্মুক্ত হাতে গোবর ন্যাপ দেয় উঠানে,
কৃষান নাড়ার বোঝা মাথায় নিয়ে ফিরছি বাড়ি।
সেখানেই আমি খুঁজে ফিরি স্বপ্নীল সুখ,
খুঁজে ফিরি যেন হাজার বছর ধরে তোমারে।