কুশপুতুল
তৈয়বা মনির
আমি ভালোবাসার খোঁজে
ভালোবাসাকে পায়ে মাড়িয়ে চলি অনায়াসে,
আমি সুখের খোঁজে
সুখের গর্দান কাটি হেসে হেসে,
আমি আলোকে ভালোবেসে
আঁধারেই হাবুডুবু খাই দিনশেষে,
আমি তোমাকে ভালোবাসার নামে
নিজেকে নিঃশেষ করি নির্বিশেষে।
আমি জীবনের তাগিদে প্রেমে পড়ি
আবেগের আবেশে প্রেমকে খুঁজি
আবার সেই প্রেমকে নিক্তিতে মাপি
কিন্তু আজও প্রেমের ভাষা বুঝিনি
আজও তার নিগুঢ় অর্থ বুঝিনি ।
আমি প্রতিনিয়ত স্বপ্ন বুনি
স্বপ্নের আলিঙ্গনে বাস্তবতা খুঁজি
কিন্তু বাস্তবতার অঙ্গনে কখনো স্বপ্ন বাঁধিনি
আমি বাস্তবতার রঙ তুলিতে স্বপ্ন আঁকিনি ।
আমি মনে প্রাণে সংসার করি
ষোলোআনা পাকা সংসারি
নিত্য চাল-ডাল-নুনের হিসেব কষি
সংসার-সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা করি
অথচ আজও সংসারকে উপভোগ করিনি ।
আমি জীবিকার তারনায় কর্ম করি
কর্মের মাঝে জীবনের উদ্দেশ্য খুঁজি,
অথচ এই জীবনের উদ্দেশ্য পূরণে
আমি কোন কর্মই করিনি ।
আমি উঁচু-নিচুর ভেদাভেদ বুঝি
জাত বুঝি, বিজাত বুঝি
বুঝি ধর্ম-অধর্ম, জ্ঞান-বিজ্ঞান
শুধু আমার আমাকে বুঝি না
মানুষ ও মানবতা বুঝি না ।
আমি ক্ষমতা বুঝি
বুঝি রাজ্যের রীতি-নীতি
নীতি-নির্ধারণ নিয়ে তর্ক-বিতর্ক বুঝি
বুঝি আলোচনা-সমালোচনা
অথচ বুঝি না রাজনীতি
বুঝি না রাজার নীতি ।
আমি প্রেমীর হাত ধরে
পাহাড়-পর্বত, নদী-সমুদ্র ঘুরে বেড়াই,
খোলা আকাশের নিচে তার কাঁধে মাথা রেখে
প্রশান্তির নিঃশ্বাস খুঁজি,
অথচ শান্তির নামে নিজের অজান্তেই
একরাশ তপ্ত নিঃশ্বাস কুড়িয়ে আনি প্রতিদিনই।
আমি আলোকে ভালোবাসি,
আলোকে আলিঙ্গনের নেশায়
আঁধারকে অবজ্ঞা করি, তিরস্কার করি
আমি ভুলে’ই যাই –
আঁধার ছাড়া আলোর কোন গতি নাই ।
আমি আবারো নতুন করে প্রেমে পড়ি
আবারো ভালবাসি
ভালোবাসি, ভালোবাসি বলে ফেনিল ঢেউ তুলি
অথচ আজও ভালোবাসা ছুঁয়ে দেখিনি
আজও তার অর্থ বুঝিনি।
১ Comment
very good job; congratulations.