তেলা মাথায় তেল
(সাহানা চৌধুরী)
এই জগতে সব কিছু সহজে
আসে না আজ কাল, যতই তুমি
যোগ্য হও না কেন, থাকুক তোমার ভুরি
ভুরি যোগ্যতার ছাড়পত্র, কাজের বেলা
ঠনঠনাবে দিতে না পারলে যোগ্য জায়গায় তেল।
এই জীবনে দেখলাম সব হালচাল যোগ্যতায়
কতজন পায় তার যোগ্যতার স্থান,
চাকরি করতে তেল লাগে, গান গাইতে তেল লাগে
অভিনয় করবে তেল লাগবে, ভালো কবি হবে তেল লাগবে,
তেলে তেলে এই পৃথিবীটা হয়ে গেছে
বেসামাল ।
এই পৃথিবীতে সব শক্তি এক জায়গায় এসে
হয়েছে জমা, সে হোল তেল মারার চৌকষ খেলা
যে যতো মারবে তেল,
সে ততো উঠবে উপরে,
তাইতো সমাজে যোগ্য মানুষের হয়েছে আজ বড়
অভাব, রূপের চাকচিক্য আর তেল মারার কারণে
অযোগ্য লোক আজ পায় এওয়াড,
দুদিন পর
চুন কালি মুখে মেখে মিডিয়ায় হয় প্রকাশ ।
যোগ্য লোক পেত যদি তার শিক্ষা আর কাজের
অবদান ,সুন্দর হতো এই ধরনীর সফল ফলা ফল
ঘরে ঘরে জন্ম নিতো কাজী নজরুল,
জীবনান্দ,
বেগম রোকেয়া, সুফিয়া কামাল,
সামসুর রহমান
বিশ্ব বরণ্য অনেক ব্যক্তিত্ব সবজন।
একমাত্র তেল চর্চার কারনে হারিয়ে যাবে অনেক
বরেণ্য শিল্পী, কবি, সাহিত্যিক ও ব্যক্তিত্ব,
তেলে তেলে সয়বাল আর তেলেই হবে সর্বনাশ।
কবি সাহানা চৌধুরী।
মিরজা সহিদপুর
ওসমানী নগর
সিলেট।
১ Comment
very good job; Congratulations.