১২৬ বার পড়া হয়েছে
তৃষ্ণার জল দাও
মাহমুদা শিরীন
কত রঙে কত ঢঙে প্রকাশ করো নিজেকে
নিত্য দেখাও কত দেবত্ব।
সহিষ্ণুতায় হৃদয় তোমার জাগেনি কখনো,
তৃষ্ণার জলটুকু দাওনি সতত ৷
ক্ষণে ভাবি, অভিমানী হয়ে থাকবো চুপটি করে তবু অকারণে
নেত্রদ্বয় কেনো হয় সিক্ত!
সকাশে এসো…
বুক পাঁজরে নিবিড় করে মিশে যাও৷
প্রেম তো একা নয় কারও….
অধিকার আছে আমারও।
২ Comments
congratulations
অসাধারণ।