২০৭ বার পড়া হয়েছে
তৃষিত ভারী
(সুরমা খন্দকার)
২১.১২.২০২১
কতোটা ব্যাথা আর আদ্রতা দখল
করে রেখেছে আমার এলাকা জুড়ে।
জোয়ারের নদীর মতো এতোটা বেগবান,
অথচ ভিতরে কি ভীষণ পুড়ে।
যে কান্নায় আওয়াজ নেই সেতো
ভিতর জুড়ে বসতি গড়ে।
ঝড়ে ভেঙে যায় যার নীড় সেতো
ভয় পায় না ভাঙণে ক্ষরণে।
দামী পাত্রের জল তুমি
আমি যে তৃষিত ভারী।
তুমি মাটির কলসী জল হও
আমি তৃষ্ণা নিবারণ করি।।
৫ Comments
Osadharon khalamoni
very good job; Congratulations.
Really fantastic
Excellent
Very Nice