তুমি শুধু আমায় দেখো
তনিমা জাহান
ছেলে,
দস্তয়ভস্কি গিলে খাওয়ার দায়িত্ব
আমায় দাও,
তুমি বরং আমার আঙুলের চারু নখে নেইলপালিশটা লাগাও!
পদার্থ বিদ্যার সূত্রগুলো
আমি না হয় মুখস্থ করি,
তত সময়ে আমার খোঁপায়
বেলি ফুলের মালাটা সাজাও তুমি!
জুনায়েদ ইভান শুনছি আমি,
কপালের মাঝ বরাবর
টিপটা পরিয়ে দাও তুমি!
পূর্ণেন্দু পত্রীর “কথোপকথন” সিরিজগুলো আমার জন্য তোলা রাখো,
তুমি বরং আমার শাড়ির কুঁচিটা
ঠিকঠাক ধরো!
কি হলো?
ওদিকে তাকিয়ে কি দেখো?
ও…আচ্ছা,
বব ডিলান আর কার্ল মার্কস-এর বিষয়টা
রয়ে গেছে বাকি।
দেখো, এখন এদের সাথে কি করি!
দেয়ালের বব ডিলান ছিড়ে
আমি কাগজের ঠোঙা বানাবো,
টেবিলের কার্ল মার্কস বেঁচে বাদাম কিনবো,
তারপর সেই ঠোঙায় বাদাম নিয়ে
আমি তোমার সামনে বসে বসে খাবো!
এতোকিছুর পরও কেনো বুঝ না?
ছেলে,
তুমি শুধু আমায় দেখো!
অন্য কিছু না…
২ Comments
দারুণ লেখা পাঠে মুগ্ধতা।
ধন্যবাদ ❣️…