তুমি মানুষ তুমি নারী।
সুরমা খন্দকার।
তোমার মূলত: হতে হবে কি
তুমিও তা জানো না।
তারপর তোমাকে আস্তে আস্তে জানিয়ে দেয়া হয়,
তুমি হবে মাটি।
তুমি হবে শক্তি সম্পন্ন উর্বর।
কেবল সোনা ফলাতে শক্তিধর।
বাঁচার অধিকার তোমার দিয়েছে কেউ।
সম্মান নিতে হয় তোমার কেড়ে।
নিতান্ত ভালো না লাগলে তোমায়
আকার তোমার বদলাতে চায় ভেঙেচুরে।
তোমার জন্য ভক্তি হবে, উক্তি হবে, লোক দেখানো স্ট্যাটাস হবে
তবু তোমার আত্মরক্ষায়
তোমায় কুস্তিগীর হতে হবে।
তুমি বাগানের ফুল হবে,
তোমার সুগন্ধ নেবে,তোমায় দেখে আপ্লুত হবে,মাতাল হবে,
তারপর বলবে তুমি ঢেকে রাখো
তোমার সংবেদনশীলতায় লক করো,গেইট দাও তুলে।
নারী তুমি মানুষ হয়ে জন্মেছো যুদ্ধের ময়দানে।
নারী তুমি ফুল হয়ে ফুটেছো পৃথিবীর কুঞ্চিত উঠোনে।।
১ Comment
অটুট অখণ্ডনীয় সত্য
খুব ভালো লাগলো লেখাটি পড়ে