১৬১ বার পড়া হয়েছে
কবি আসাদ চৌধুরী স্মরণে কবিতা:
তুমি ধ্রুবতারা
তসলিমা হাসান
তুমি ধ্রুবতারা, ওই সীমাহীন আকাশে
তোমার বিচরণ তেমনি সর্বদা প্রফুল্লচিত্তে।
তুমি রয়ে যাও হৃদয় গভীরে
ভালোবাসা আর নিরব প্রেমে,
আজি সপি যত আকুলতা
তোমার পদতলে।
এই ধরনী সেদিন সার্থক হয়েছিল গোপনে
যেদিন তুমি এসেছিলে নিজের পরিচয় হাতে লয়ে,
আজ তেমনি গোপনে অশ্রুসিক্ত বসুন্ধরা
তোমার চলে যাওয়া সয়ে না তার বক্ষে।
ওহে কবি
তুমি দিয়েছ আমাদের যত জ্ঞান,
রেখে গেছ মানব অন্তরে রোপিত ভালোবাসা
সবই অমর রবে আজীবনের তরে মানুষের অন্তরে।
___________________
কবি আসাদ চৌধুরী স্মরণে
তসলিমা হাসান
টরেন্টো।