১৬৮ বার পড়া হয়েছে
তুমি তো সেই
মোহাম্মদ মিজান উদ্দীন
চেপে ধরেছে মন, তোলপাড় অকারণ
হঠাৎ হয়েছে সনে, প্রথম পরিচয়,
কেমন জানি, বৃষ্টির ছন্দে, মনে হাওয়া
হতভম্ব হচ্ছে,অশান্ত জমিন হৃদয়।
নয়ন এক দুষ্টু, কেমন অনুভব চলছেই,
প্রহরে প্রহরে মন, কথা বলে ভেতর,
দিবানিশি উড়ছে, অন্য রকম ছোঁয়া নিয়ে
সত্যি কি জানি, সেই কি নিবে খবর।
নম্রতা সুরে,সুন্দর পরিচিতি এক ক্যাফে,
মুগ্ধতা ছুঁয়েছে, মনের খুব গহীনে,
কোমলতা হৃদয়,ধীরে ধীরে ভবেতে ভাবে
আমার উপলব্ধি, সেই তোমার নামে।
শুকনো মন মাটিতে, প্রেম ফুলের বাগান
আশায় বাধঁছে,প্রতি নিয়তেই,
অনুভূতি হাসছে, তোমার তরে ভাবতেই
সত্যি বলছি, তুমি তো সেই।
১ Comment
এখনকার কবিদের পেটে খাবার না থাকলেও মুখে হাসিটা লেগেই থাকে। মিজান সেই অনন্য এক কবির নাম যে কিনা নিজেকে ভালো রাখার লড়াইয়ে আজীবন সৈনিক