১৯৯ বার পড়া হয়েছে
তুমি কী আমার ছিলে
(কামরুন নাহার কনক)
তুমি কি আমার ছিলে?
প্রভাতের সূর্যদয়ে
অথবা তপ্ত রোদ্দুরে,
গোধূলি লগ্নে
অথবা ধূসর সন্ধ্যায়…?
তুমি কি আমার ছিলে?
আলো ক্ষীণ হয়ে আসা
দৃষ্টির সীমানায়,
অথবা ঝুপ করে নেমে আসা
রাত্রির অন্ধকার মোহনায়…?
তুমি কি আমার ছিলে?
নিভু নিভু জোনাকির আলোয়,
চাঁদের একাকীত্বের বেদনায়
ঝলমলে কনক প্রভা জ্যোৎস্নায়,
বল না, তুমি কখন আমার ছিলে…?