১৩০ বার পড়া হয়েছে
তুমি আমার সূর্য
জেবুন নাহার
তুমি আমার সূর্য হবে, সূর্য?
সোনার আলোয় ভরিয়ে দিবে
হাড় কাঁপানো শীতে কুঁচকে যাওয়া শরীরে উষ্ণতা দিবে
ঝকঝকে রোদ হয়ে
আমার পিপাসা মিটাবে
আজন্ম পিপাসা
তুমি আমার সূর্য হবে, সূর্য?
সমস্ত মেঘ ধুয়ে দিয়ে
পুলকিত করবে?
তুমি আমার সূর্য হবে, সূর্য?