১৭৭ বার পড়া হয়েছে
তুমি আমার
শালিনা আক্তার
তুমি আমার অদেখা পৃথিবী,
তুমি আমার অচেনা জগৎ
তুমি আমার অপার্থিব চাওয়া
তুমি আমার অন্তিম পাওয়া,
তুমি আমার অবিকল ছায়া
তুমি আমার অবিচল ছুটে চলা
তুমি আমার অলীক কল্পনা
তুমি আমার অশরীরী আল্পনা।
তুমি আমার অপেক্ষা রত
তুমি আমার ঠিক যেন আমারিই মত।
তুমি আমার অবুঝ প্রাণ
তুমি আমার অশান্ত মন।
তুমি আমার অলীক ভাবনা
তুমি আমার অতি আপনা
তুমি আমার অনেক চাওয়া
তুৃমি আমার অসীম পাওয়া।
তুমি আমার অস্তমিত গোধূলির রঙ
তুমি আমার অরক্ষিত পথের ডং
তুমি আমার অক্ষমতার দিকদিগন্ত
তুমি আমার অনাদি-অনন্ত।
তুমি আমার…
তোমার মাঝে হারিয়ে যাওয়া,
তোমার আমি।