ভালোবাসা
তাহেরা খাতুন
নিজের মতো করে কেউ ভালোবাসে না
এটা মেনে নিয়েই ভালোবাসতে হবে
নয়তো ভালোবাসাহীন পৃথিবীর
ছোট্ট দীর্ঘশ্বাস নিয়েই বেঁচে থাকতে হবে।
হয়তোবা আমিও তার মতো করে ভালোবাসিনি
ভালোবাসতে পারিনি,হয়তোবা বুঝতেই পারিনি?
খুঁজে দেখিনি তার ভালোবাসার জায়গা কোথায়
এমনি লেনা দেনা ভালোবাসায়।
কেউ কাউকে বোঝে না,বোঝাতেও পারে না
হয়তোবা বোঝেও বোঝেনা
নিজের চাওয়া পাওয়া কম হলেই
ভালোবাসায় বিতর্কিত হয়ে যায়।
মাঝে মাঝে থার্ড পারসন এর উপস্থিতি
আরো জটিল হয়ে যায় ভালোবাসা
যখন দেখা যায়, খুব প্রিয় মানুষটি
ধীরে ধীরে অন্যের হয়ে যায়।
পর হয়ে যায় নিজেরই সীমানায়
যে মানুষ ছিল তার একমাত্র ভরসার
সেখানে বাসা বাঁধে, সন্দেহ আর অবিশ্বাস
টুকরো টুকরো হয়ে যায় স্বপ্ন।
কেউ যখন কাউকে ছাড় দেয়না
তার দোষ গুলি আপন করতে পারেনা
ভালোবাসা নামের চারটি শব্দ
সেখানে খুব বেমানান,অনাকাঙ্ক্ষিত।
শুধু পাওয়ার আশায় ভালোবাসা হয়না
নিজের মতো করে নিজের প্রয়োজনে
সেটা ভালোবাসা নয়,নিছক প্রয়োজন মাত্র
তাইতো অনুপ্রবেশ করে অন্যজন।
স্থায়িত্ব নেই যে ভালোলাগায় কিংবা ভালোবাসায়
সেখানে ভালোবাসাও হয়ে যায় অতিথি পাখির মতো
জীবনে যদি ত্যাগ এবং সমঝোতার অভাব থাকে
নিজেও সুখী হয়না অন্যকেও সুখী করতে পারে না।
ভালোবাসা শুধুই ভালোবাসা, নেই ছলনা আর প্রবঞ্চনা
পাওয়ার আর বিনিময়ের আশা যেখানে থাকবে না
স্থায়ী বন্ধনে বিশ্বাস আর ভরসায় একটা সম্পর্ক
ভালোবাসা তারই নাম, জয় হোক শুদ্ধ ভালোবাসার।
সকাল ১১.২০