১৫৩ বার পড়া হয়েছে
নোনাজল
তাহেরা খাতুন
বাকহীন শব্দে ভাসে বিরহী মন
মনে পরে পুরোনো দিন
কষ্টের নোনাজলে সাঁতরে বেড়ায়
শূন্যতার ভেলা তুমিবিহীন।
চোখে চোখে হয়না কথা
ভাসেনা স্বপ্ন কল্পনায়
ভাসাবো সুখের নাও দুজনে
ডুবে যাবে না বেদনায়।
বিরহে প্রেম সত্য চিরদিন
মিলনে ঢাকে যন্ত্রণায়
প্রেম আর মোহ এক নয়
নিঃশব্দে তাই কাঁদায়।
না পাওয়ার জ্বালা সয়ে যায়
মানিয়ে সময়ের টানে
পেয়ে হারানোর ব্যথা কাঁদে
মৃত্যু ডেকে আনে।
একতরফা প্রেম হয়না কখনো
সে হয় মরিচিকা
উজ্জ্বল আলোর নীচে শুধুই
কালো বেদনারেখা।
দেহের লোভে প্রেম থাকেনা
নফসের লীলাখেলা
খায়েস মিটিয়ে যায় পালিয়ে
ডুবায় প্রেমের ভেলা।
বিকেল,, ৫.০০
৫.১০.২০২১