১২৫ বার পড়া হয়েছে
নির্বাক
তাহেরা খাতুন
বলবো না কোন কথা
জানাবো না অভিযোগ
অভিমান আর অনুরাগে
পেতে তোমার মনোযোগ।
কান্নার ভাষা বোঝনি তুমি
বোঝবে কি করে নীরবতা
বিবেকের দরজায় তালাবন্ধ
চিৎকার করার বিফলতা।
বালু দিয়ে হয় না ইমারত
ভেঙ্গে যায় সে দেয়াল
পরিমাণ সিমেন্ট কম হলে
খসে পড়ে মিথ্যার আড়াল।
ভুয়া কাহিনীতে হয়না ইতিহাস
সত্যেকে আড়ালে ঢেকে
প্রকাশিত হয় মূল আবরণে
সত্যের সুন্দর আলোতে।
যাবার বেলায় করি মিনতি
জাগ্রত করো বিবেক
নিজের কর্মে নিজের ধর্মে
সত্যের পূর্ণতা জাগুক।
রাত,১১.০০
১৪.১০.২০২১