১৫৫ বার পড়া হয়েছে
এখন সময় প্রেমিকের
এখন সময় প্রেমের বঞ্চিত মনের
সঞ্চিত আগুন,জ্বলছে শ্মশান কফিন কবর।
ভষ্ম ছাইয়ের মোড়ক খুলে ঝরছে নোনা নতুন সফর,উড়ছে অলি ফুঁটছে কলি
খুঁজছে প্রতারক চোরা গলি।
প্রেম এবার কৃষ্ণ গুরুর ফুঁসছে অসুর মহাবলী!
প্রেম এবার শুদ্ধ কঠিন প্রতারক সব
যজ্ঞ পতি,স্বার্থ লোভা রক্ত চোষা,
সাধু হলো মহারথী।
প্রেম চাষা নাপিত ধোপা ঋষি কামার, মেথর মুচী,তর্জনীর ঐ গর্জনে আয়
রক্ত গঙ্গায় হব সুচি।
যোগ সাজগে বাটপার সব আমলা
পোষা সময় এখন,অ-জয় জয়ী বিজয় নেশা।
প্রত্যয়ী হাত স্বাধীন তৃষা মুক্তি সুখের রণ তুর্য,সময় এখন প্রেমিকের।।
——————————
তাহমিনা সিদ্দিকা
তাং-২৩-১০-২০২০