১০৬ বার পড়া হয়েছে
এক একটি বিনিদ্র রজনী
তাহমিনা বেগম
যেন আজদাহা
গিলে ফেলে সুখ
অতল গহ্বরে হারিয়ে যায়
গিরীখাতের মতো
অজগরে মুখ
কোজাগরী চাঁদ নৃত্য করে
চোরাবালির
ফাঁদ উন্মুখ
তিমিরের হিম বাহুবলী খেলে
জোরে সর্পিল নৃত্যে
মৃত্যু কূপ
এতো এতো বাধার প্রাচীর
ঢোল কলমীর
মতো ঝোপ
হেরে যেতে যেতেও জিতে যাওয়া
মনের খোরাক
গীত নৃত্যে রসে বোধ
রজনী তিমির হতে ফিকে হয়
আকাশ পরী নামায়
স্নিগ্ধ ভোর
শিউলির মিষ্টি গন্ধের মাদকতায়
কেমন লাগে ঘোর
খোলে শৈল্পিক দোর
বৃথা যায় না বিনিদ্র রজনী
কি এক মন্ত্র বলে
হৃদয় মাতায়
শব্দেরা গুনগুন করে কড়া নাড়ে
এভাবেই সৃষ্টি
গোনে প্রহর সুরের অপেক্ষায়।।