যৌগিক সমীরণ
তাসলিমা বেগম
“””””””””””””‘””””””””””””””
কি অবাক বিস্ময়ে দেখি ঘরে শুয়ে রাতের আকাশ! সাদা মেঘেদের মুক্ত বিহঙ্গের মতো
দৌঁড়ানো প্রতিযোগিতা —
কখনো সাদা মেঘের চাক, কখনো কালো মেঘের আচ্ছাদন,
কখনো কালো পাহাড়ের ন্যায় জটিল যৌগিক সমীরণ!
আচ্ছা মেঘেদের ভেলা, করে শূণ্যে খেলা, কে করে তাদের পরিচালন?
ভাবছে কি মন কি যে ঘূর্ণায়মান দৃশ্যের চলে
স্ফুরণ! কিবা তার কারণ?
নীল নীলাম্বর গগনতলে উড়াইয়া সফেদ স্বপ্ন পালে
ফেলে মানুষকে চেতন মনের কৌতহলী দৃষ্টির জালে,
তবু্ও এ ভবে কে পেরেছে কবে নামাতে বৃষ্টির বরিষণ!
তাই মহান এ প্রভুর সৃষ্টির সব মাহিত্বের সর্বদা করি অনুরণন।
সময়ঃ রাত ১১.০০ ঘটিকা
তাং-১৪ সেপ্টেম্বর ২০১৯খ্রিঃ
বাসাবো, ঢাকা।